Me on Facebook

Monday, 3 February 2014

Chords & Lyrics of Nosto by Prithibi from Chapter-2 (II)

Song : Nosto
Singer : Koushik
Band : Prithibi
Scale : D#m

Guitar chords & Lyrics of Nosto by Prithibi

(D#m) লাল রঙ্গে ভিজে ঠোট সেতো (C#) লাল নয়
তা গর্হিত অপরাধ আজ সে (D#m) মৃতপ্রায়
(F#)কনো মৃতের চুমুতে তার বিক্ষত শ(C#)রির
(A#) আজ সে আর আ (D#m) মার নয়
(D#m) ঘৃনা করি  প্রতি(C#)নিয়তো
ছুতে তোমার শরির বারাই ক্ষ(D#m)
(F#) ভোগবাদী বিলাশিতায় কে গান শ(C#)নায়
(A#)ও নষ্ট পরি তুমি আ(D#m)মার নয়
                                  
(D#m)ওহ হৃদয় তুমি আর উ(C#)ষন ন(G#)
কেটেছো শিরা মৃত্যুয়ের আস(D#m)রে
 নষ্ট গলির অন্ধ(C#)কারে আ(G#)
সম্ভগে সারা রাত তোমার উপ(D#m)বাস
তবু কেনো পথ চেয়ে (C#)নিজেও জানিনা (A#)
ছুতে চায় নষ্ট (D#m)তোমায়
interlude…..
(same as above)
দিয়েছিলে স্বাক্ষী সে তো সাস্ত্রির নামান্তর
ভালোবেসে গেছি বুঝিনি তোমার অন্তর
কেটেছিলো শরির লাল রঙ্গে ভিজেছিলো চাদর
ক্ষত বিক্ষত সেই আদর
সতি বলে ক্ষতি নেই অগতির গতিতেই
বিছিয়েছি বারুদ তোমার সারাশরিরেই
পুরিয়ে খাব তোমার এই নষ্টামিকে...
দেখা করবো দুরের পাহারে
চলো যাই ফিরে আজ সেই খতিতেই
হাতে হাত ঠোটে ঠোট লাল রঙ্গে মিশবেই
ভেজা চোখে যখন তুমি ফিরে তাকাবে
দেখবে আমিও আছি দূরে নিরবে

এলোচুল শরিরের সদা গন্ধে
A#                        D#m
দেখা হবে তোমার আমার
D#m               C#         B
লা লা লা লা লা লা লা লা
D#m               Bb          D#m
লা লা লা লা লা লা লা লা লা লা লা

No comments:

Post a Comment