Me on Facebook

Friday, 24 January 2014

Lyrics চিঠি Chithy By Shironam Hin

শিরোনামঃ চিঠি
ব্যান্ডঃ শিরোনামহীন

চিঠি পৌঁছে যাবে শহর জোড়া
চিঠি পৌঁছে যাবে সবুজ গ্রামে,
চিঠি পৌঁছে যাবে পৃথিবীর প্রান্তে
চিঠি পৌঁছে যাবে রঙ্গিন খামে।।
চিঠি পৌঁছে যাবে মিছিলে মিছিলে,
আসছে খবর, হবে ক্ষিধের অবসান!
দুঃখ দারিদ্রের চির ঠিকানায়,
চলেযাক চিঠি সবুজ ভরসায়।

চিঠি পৌঁছে যাবে...

একটা চিঠি যার বিবরণ,
ছিল-লক্ষ শিশুর ইতিহাস,
শিশুর দু'চোখের কান্নায় লেখা ছিল-ক্ষিধে মুক্তির বসবাস!
একটা রঙ্গিন খামে ঠিকানা ছিল,
কোনও এক সবুজ গান...
শিক্ষার সংগ্রামে দূর হয়ে যাবে,
দারিদ্রের অভিধান!

চিঠি পৌঁছে যাবে...
ক্ষিধের ঠিকানায়...
চিঠি পৌঁছে যাবে,
অপার আশায়..!
চিঠি পৌঁছে যাবে,
কোণের প্রান্তে;
চিঠি পৌঁছে যাবে,
ভা--বা-সা-য়..!

চিঠি পৌঁছে যাবে মিছিলে মিছিলে,
আসছে খবর, হবে ক্ষিধের অবসান!
দুঃখ দারিদ্রের চির ঠিকানায়,
চলে যাক চিঠি সবুজ ভরসায়।
চিঠি পৌঁছে যাবে মিছিলে মিছিলে,
আসছে খবর, হবে ক্ষিধের অবসান!
অন্ধ-দারিদ্রের চির ঠিকানায়,

No comments:

Post a Comment